এবার কপিলকে পুত্রসন্তান উপহার দিলেন গিন্নি


বলিউডের জনপ্রিয় অভিনেতা কপিল শমা ও তার স্ত্রী গিন্নি চত্রথ দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগামাধ্যম টুইটারে এ যুগল তাদের পুত্রসন্তান জন্মলাভের খবর দেন।

টুইটে কপিল শর্মা বলেন, ‘নমস্কার। ঈশ্বরের আশীর্বাদে আমাদের বাড়িতে আজ ভোরেই পুত্রসন্তান এসেছে। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা।’

২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা গিন্নির সঙ্গে গাঁটছড়া বাঁধেন কপিল। ওই বছরের ১২ ডিসেম্বর জলন্ধরের গ্র্যান্ড ক্যাবানা রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের ঠিক এক বছরের মাথায় ২০১৯ সালের ডিসেম্বরে তাদের ঘর আলো করে এক কন্যাসন্তানের জন্ম হয়। কন্যার নাম আয়ারা।

বিয়ের দুই বছরের মাথায় কপিলকে দ্বিতীয় সন্তান উপহার দিলেন গিন্নি। এবার তাদের ঘরে এলো পুত্রসন্তান।