এবার করোনায় আক্রান্ত মিঠুন চক্রবর্তী


খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত

কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ ও চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি। গতকাল করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান পার্নো মিত্র। এবার খবর, করোনায় আক্রান্ত হয়েছেন দুই বাংলায় জনপ্রিয় খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী।

টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে। খবরে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তী এখন নিভৃতবাসে রয়েছেন এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছেন।

 

হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের খবর, গত মাস থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির হয়ে জোর প্রচার শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী। প্রতিটি সভাতেই তাঁকে এক ঝলক দেখার জন্য বাঁধ ভেঙে রাস্তায় নেমেছিল মানুষ। তাঁকে ঘিরে ভক্তদের উছ্বাস, সেলফি তোলার আবদার—কোনোকিছু থেকেই দূরে সরে যাননি সত্তরছোঁয়া এই সুপারস্টার। রাজনীতি-মহলের একাংশের ধারণা, সম্ভবত এরই পরিণতির ফলে করোনায় আক্রান্ত তিনি।

মিঠুন চক্রবর্তীকে সবশেষ ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার শুটিং করতে দেখা গেছে।