মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে তিনটি গ্রামে মিলিশিয়াদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। অভিযুক্ত উগান্ডার সশস্ত্র গোষ্ঠী দি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে তিন দশক ধরে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
এই গোষ্ঠীটি ২০১৯ সাল থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে এক হাজারের বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বুধবার কঙ্গোর সেনাবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেনি শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমের তিন গ্রাম মাপাসানা, মায়িতিকে ও সায়ুনিতে হামলাকারীরা হত্যাযজ্ঞ চালায়।
এর তিনদিন আগেই আরো এক হামলায় নিহত হয়েছিল ১৩ জন। গত বছর কঙ্গোর সেনাবাহিনী এডিএফের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করে। এর বিপরীতে দেশটির সাধারণ মানুষের ওপর প্রতিশোধমূলক হামলা চালায় মিলিশিয়া গোষ্ঠীটি।
গতকাল বেনি অঞ্চলের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর রোসেত্তে কাবুলা বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা নিরুপায়। এখন তাদের জন্য শোক করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। খবর রয়টার্স।