করোনাকালেও পাঁচ দিনে ১০০ কোটির ক্লাবে পবন!


সিনেমাটির দৃশ্যে পবন কল্যাণ। ছবি : সংগৃহীত

টলিউড তারকা পবন কল্যাণের নতুন সিনেমা মানেই বক্স অফিসে ঝড়। এবারও ব্যতিক্রম হলো না। তিন বছর পর বড় পর্দায় ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন এ তেলেগু সুপারস্টার।

গত ৯ এপ্রিল মুক্তি পায় পবন কল্যাণের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভাকিল সাব’ আর প্রথম দিনেই বক্স অফিসে ৪২ কোটি রুপি সংগ্রহ করে। দুই হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পায় সিনেমাটি। ভারতসহ বিশ্বজুড়ে করোনা মহামারি ফের জেঁকে বসলেও পাওয়ার স্টার পবনের সিনেমা বক্স অফিসে শাসন জারি রেখেছে। আন্তর্জাতিক বক্স অফিসেও বেশ বড় অঙ্কের অর্থ সংগ্রহ করছে। ‘ভাকিল সাব’ বলিউড ব্লকবাস্টার ‘পিঙ্ক’ সিনেমার অফিশিয়াল তেলেগু রিমেক।

 

আজ বুধবার তেলেগু ভাষার দ্বিতীয় বৃহত্তম দৈনিক সাক্ষী পোস্ট প্রতিবেদনে জানিয়েছে, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে পবনের সিনেমা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে যথাক্রমে সংগ্রহ করেছে ১০.৭৪ কোটি, ১০.৩৯ কোটি ও ৪.১৯ কোটি রুপি। খবরে প্রকাশ, পঞ্চম দিনে এ সিনেমা সংগ্রহ করেছে ৫-৭ কোটি রুপি। আর বিশ্বব্যাপী ‘ভাকিল সাব’ এরই মধ্যে প্রবেশ করেছে ১০০ কোটির ক্লাবে।

 

সিনেমাটি পরিচালনা করেছেন শ্রীরাম বেণু। পবন কল্যাণ ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শ্রুতি হাসান, প্রকাশ রাজ, নিবেথা থমাস, অঞ্জলি, অনন্য নাগাল্লা, মুকেশ ঋষি, দেব গিল, সুব্বরাজু, ভামসি কৃষ্ণ, অনসূয়া ভরদ্বাজ প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন এস থমন। সিনেমাটি প্রযোজনা করেছেন দিল রাজু।