রাজশাহী, পিআইডি: রাজশাহীতে করোনা পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দর্জি, রিক্সাওয়ালা ও হিজড়া জনগোষ্ঠীসহ নিম্ন আয়ের ৩০০ টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শনিবার সকালে জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ নিম্ন আয়ের এ সকল পরিবারের প্রত্যেকটিকে নগদ অর্থ হিসেবে এক হাজার টাকা করে প্রদান করেন।
করোনাকালে প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। আর্থিক সহায়তা প্রদানকালে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।