করোনামুক্ত হয়েই তিন কোটির ল্যাম্বরগিনি কিনেছেন কার্তিক


নতুন গাড়ির সঙ্গে কার্তিক আরিয়ান। ছবি : সংগৃহীত

বলিউডের বর্তমান সময়ের তারকা অভিনেতা কার্তিক আরিয়ান গতকালই জানিয়েছেন, করোনামুক্ত হয়েছেন তিনি। এবার কাজে ফেরার পালা। সেই কাজে ফেরার আগে নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন এই অভিনেতা।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, কালো রঙের ল্যাম্বরগিনি উরুস মডেলের নতুন গাড়ি কিনেছেন কার্তিক আরিয়ান। গাড়িটির বাজারমূল্য তিন কোটি রুপির বেশি। এই অভিনেতা গেল বছর নিজের মাকে নতুন গাড়ি উপহার দিয়েছিলেন।

 

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, শুধু কার্তিক নন, ল্যাম্বরগিনির অন্য মডেলের গাড়ি এর আগে কিনেছেন বলিউডের রণবীর সিং ও রোহিত শেঠি।

 

কার্তিক আরিয়ানকে খুব দ্রুতই ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। এরপর জাহ্নবী কাপুরের সঙ্গে ‘দস্তানা টু’ সিনেমাতেও অভিনয় করবেন কার্তিক।