প্রথম দফায় রাজধানীর পাঁচটি হাসপাতালে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। এ টিকার কার্যক্রম আগামী ২৭ জানুয়ারি শুরু হবে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে।সুত্র-এনটিভি
আজ শনিবার দুপুরে বিষয়টি এনটিভি-কে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘আগামী ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। এ দিন অন্তত ২৫ জনকে টিকা দেওয়া হবে। এ ছাড়া সংখ্যা যদি বাড়ে, তাতেও কোনো অসু্বিধা নেই। ১০০ জন ব্যক্তিকে টিকা দেওয়ার প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আগামী ২৮ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯-এর টিকা দেওয়া প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।’
‘২৮ জানুয়ারি ওই পাঁচটি হাসপাতালে আমরা অন্তত ১০০ জন করে মোট ৫০০ জনের শরীরে কোভিড-১৯-এর টিকা দেওয়ার পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছি। বাকিটা সৃষ্টিকর্তার ওপর নিভর করছে।’ যোগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।
এর আগে গত বৃহস্পতিবার ভারতের উপহার হিসেবে দেওয়া করোনাভাইরাসের টিকার প্রথম চালান এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। করোনার ভ্যাকসিন পরিবহণ করার জন্য দুটি কার্গো আনা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে এগুলো সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ে ইপিআইয়ের সংরক্ষণাগারে।