করোনা: সাপাহারে নতুন আক্রান্ত-১১, মৃত্যু-১


মনিরুল ইসলাম,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানার একজন পুলিশ কর্মকর্তা সহ মোট ১১জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের। 

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সূত্রে জানা যায়, ১৩ ও ১৫ জুলাইয়ে পাঠানো এবং ১৭ জুলাই শুক্রবার রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ১১জন। তার মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান , একজন পুলিশ কর্মকতা ,১জন ইসলামী ব্যাংক কর্মকর্তা,  জনতা ব্যাংকের ম্যানেজার সহ একজন মহিলা স্বাস্থ্য কর্মীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০জন। মৃত্যু হয়েছে ১ জনের।