সাত দিনের কোয়ারেন্টিন শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের সঙ্গে যোগ দিলেও নিজেদের মধ্যে হওয়া কলকাতার প্রথম প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি তাঁর।
কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, খুব দ্রুত অনুশীলনে ফিরবেন এবং কলকাতার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলবেন সাকিব।
এ ব্যাপারে অভিষেক বলেন, ‘কোয়ারেন্টিন শেষ করে ফিরেছেন সাকিব। আগামীকাল রোববার থেকে পুরোদমে অনুশীলন করবে সে। পাঁচ-ছয় সপ্তাহ খেলার বাইরে ছিলেন তিনি। তবে আইপিএল শুরুর আগে নিজেকে প্রস্তুত করার ভালো সুযোগ থাকছে সাকিবের।’
ক্রিকটেকারের খবরে জানা গেছে, নিষেধাজ্ঞার কারণে গত আইপিএলে খেলতে পারেননি সাকিব। এক বছর পর এবার আইপিএলে খেলতে নামছেন তিনি। এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত মৌসুমে সাকিবকে ছেড়ে দেয় হায়দরাবাদ। এবার আইপিএলের ১৪তম আসরের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা। তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।