কস্তার সঙ্গে চুক্তি বাতিল করল আতলেতিকো


স্ট্রাইকার দিয়েগো কস্তার সঙ্গে চুক্তি বাতিল করেছে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল আতলেতিকো মাদ্রিদ। এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে স্পেনিশ ক্লাবটি। ৩২ বছর বয়সী কস্তার সঙ্গে আতলেতিকোর চুক্তির মেয়াদ ছিল ২০২১ সালের জুন পর্যন্ত।

কস্তার সঙ্গে চুক্তি বাতিলের পর মঙ্গলবার সংবাদ সম্মেলনে আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে জানান, অনেক বছর আমরা একসঙ্গে কাটিয়েছি। সে আমাদের অনেক কিছু দিয়েছে, আমরাও তাকে অনেক কিছু দিয়েছি। তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছি আমরা। তার কোনো ক্ষতি না করে পাশে থাকতে চেয়েছে ক্লাব। বিষয়টি মীমাংসা করতে পেরে ভালো লাগছে। নতুন চ্যালেঞ্জের প্রয়োজন বোধ করছে সে। আমি নিশ্চিত, সে যেখানেই যাবে, ভালো করবে।

আতলেতিকোর সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমের লিগ জয়ে বড় অবদান রেখেছিলেন দিয়েগো কস্তা। সেই মৌসুমে করেছিলেন ২৭ গোল। এরপর চেলসিতে যোগ দিয়েছিলেন কস্তা। ২০১৮ সালে আবার ফিরে আসেন পুরনো ঠিকানায়।