নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বণার্ঢ্য আয়োজনে মধ্যে দিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কন্দাল কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলা কৃষি অফিসের কার্যালয়ে চত্বরে ফিটা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার। এতে সভাপতিত্ব করেন, ইউএনও দেওয়ান আকরামুল হক।
এ সময় উপজেলা কৃষি অফিসার মো: শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান সহ কৃষি উদ্যেক্তা ও কৃষকরা,গণমান্য, ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে মেলা উপলক্ষে কৃষি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি উপজেলা চত্ত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষি অফিস চত্বরে এসে শেষ হয়।পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন ।
মেলায় ১১টি স্টলে বিভিন্ন ধরনের কন্দালের কৃষি পণ্য ও কৃষি সামগ্রী প্রযুক্তি আকারে স্থান পাচ্ছে।
কৃষি মেলাটি আগামী বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর শেষ হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব দর্শনার্থী ও কৃষকের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।