কানাডার নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় হলেন অক্ষয় কুমার


ভারতের স্বাধীনতা দিবসের দিন নিজের ভক্তদের সুখবর দিলেন অক্ষয় কুমার। কানাডার নাগরিকত্ব ত্যাগ করে, ভারতের পাসপোর্ট গ্রহণ করেছেন এই বলিউড সুপারস্টার।

নিজেকে জাতীয়তাবাদী দেশভক্ত দাবি করলেও এতদিন ভারতের নাগরিকত্বই ছিল না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ এ অভিনেতার কাছে। এই নিয়ে গত কয়েক বছর ধরেই সমালোচকদের তীব্র কটাক্ষের মুখে পড়েন অক্ষয়।

এর আগে অক্ষয় জানিয়েছিলেন, ১৯৯০-এর দশকের গোড়ার দিকে তাঁর পরপর ছবি ফ্লপ করতে থাকে। একটানা পনেরোটি সিনেমা ব্যর্থ হয় বক্স অফিসে। বিকল্প আয়ের রাস্তা বেছে নিতেই সেই সময় কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছিলেন।

সবশেষ গেল শুক্রবার অক্ষয়ের ‘ওহমাইগড ২’ সিনেমা মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে দারুণ শুরু করেছে। সিনেমায় অক্ষয়ের সঙ্গে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি আর ইয়ামি গৌতম।