বিজ্ঞপ্তি: ভূমিদস্যু-দুর্নীতিবাজে বাংলাদেশ ভরে গেছে। কালো টাকার মালিকরাই বর্তমানে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। এদেরকে প্রতিহত করতে তরুণদেরই সোচ্চার হতে হবে বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব চত্বরে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের (রাবি) প্রতিষ্ঠাতা উত্তরবঙ্গের শিক্ষা বিস্তারের অন্যতম অগ্রদূত জননেতা মাদার বখশ্ এর ৫৪ তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, দুর্নীতিবাজ-লুটেরাদের জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বিলম্ব হচ্ছে। কেউ কেউ উন্নয়নের নামে ভাংচুরের মহাযজ্ঞ চালিয়ে জনগণকে পথে বসাচ্ছেন। দেশের মানুষ এমনটা কখনোই প্রত্যাশা করেনেনি। বক্তারা এসব কর্মকা- বন্ধ করার দাবি জানান। এছাড়া সকল ভূমিদস্যু-দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তরুণদের জাগ্রত হওয়ার আহবানও জানান তারা।
রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবশে প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও স্মৃতি পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। ঢাকা থেকে যুক্ত হয়ে প্রধান আলোচকের বক্তব্য রাখেন রাশিয়ার লমনোভস্কি স্টেট ইউনিভার্সিটির প্রাক্তন কৃতি শিক্ষার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।
সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শহীদ লেফটেনেন্ট সেলিম মঞ্চ রাজশাহীর সভাপতি প্রকৌশলী শামসুল আলম, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য সিনিয়র সাংবাদিক গোলাম সারোয়ার, জননেতা মাদার বখশের ঘনিষ্টজন রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি আলহাজ¦ আবু বকর, স্মৃতি পরিষদের সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, সালাউদ্দীন মিন্টু, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সিরাজী শওকত সালেহিন এলেন, সাংবাদিক রাশেদ ইবনে ওবায়েদ রিপন প্রমূখ।
এ দিনের সমাবেশে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, শহীদ পরিবারের সদস্য ডা. রোকনুজ্জামান রিপন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, কাটাখালি শাখার আহবায়ক খোকনুজ্জামান মাসুদ, সদস্য রাকিবুল হাসান শুভ, আলামিন হোসেনসহ বিভিন্ন শ্রেণীপ্রেশার অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।