মাজহারুল ইসলাম, রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: উপজেলার অসহায় ২০ জন প্রতিবন্দীকে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিতি ছিলেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ড আব্দুল কাদের ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সহকর্মী বৃন্দ। অসহায় প্রতিবন্ধীরা সরকারের বিনামূল্যে হুইল চেয়ার পাওয়ার পর আনন্দ বিরাজমান দেখা গেছে প্রতিবন্ধীদের মাঝে।
তারা জানায় এটি আমাদের জন্য বড় পাওয়া। প্রতিবন্ধিরা বিনামূল্যে হুইল চেয়ার পাওয়ায় উপজেলা প্রশাসনকে আন্তরিক অভিনন্দন জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান ও চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু বলেন, আজ ২০জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। আগামীতে যারা পাওয়ার উপযোগী তাদের সবাইকে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ্।