কুড়িগ্রমের রৌমারী দু দিনের ব্যবধানে ২ গৃহবধুর আত্মহত্যা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দুই দিনের ব্যবধানে সম্পা (১৮) ও নাসিমা (৩০) নামের দুই গৃহবধু আত্মহত্যা করেছে। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চরবোয়ালমারী গ্রামের বিশা শেখের মেয়ে সম্পা খাতুন গলায় রশি প্যাচিয়ে আত্মহত্যা করে। সে একই ইউনিয়নের টালুয়ারচর গ্রামের রুবেল মিয়ার স্ত্রী বলে জানা গেছে। ময়না তদন্ত ছ্ড়াাই তার লাশ দাফন করা হয়েছে।

অপর দিকে গত ২৬ জানুয়ারী সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামের নাসিমা খাতুন গোয়াল ঘরের ধরনার সাথে গলায় ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করে। সে নুর কালামের স্ত্রী বলে জানিয়েছে এলাকাবাসী। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে এলাকা সুত্রে জানা গেছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।