কুড়িগ্রামের রৌমারী’অটস্টিক প্রতিবন্ধি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  রৌমারী’র শৌলমারী ওকড়াকান্দা অটস্টিক প্রতিবন্ধি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারী ২০২১ মঙ্গলবার সকাল ১১ টায় প্রবিন্ধি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রির ত্রাণ তহবিল হতে করোনা কালীন সময়ের জন্য রৌমারী সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে হতদরিদ্র ১৭ জন প্রবিন্ধি শিক্ষার্থিদের মাঝে প্রত্যেককে ৫০০টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম, রৌমারী উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমূল করিম, অভিভাবক ও শিক্ষার্থিবৃন্দ।

বিদ্যালয়টিতে ১০৩ জন শিক্ষার্থি ও ১৭জন শিক্ষক কর্মচারী রয়েছে। প্রতিবন্ধি শিক্ষার্থির অভিভাবকরা জানান, বিদ্যালয়টি এখানে স্থাপিত হওয়ায় প্রবিন্ধি শিশুরা স্কুলে ভর্তি হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা, ভদ্রতা ও শিক্ষা অর্জনে মনোযোগি হয়েছে। পারিবারিকভাবে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

এছাড়া নতুন বই পেয়ে শিশুরা অনেক খুশি হয়েছে। বিদ্যালয়টি সরকারী করন হলে ও সরকারী প্রনোদনা পেলে অটস্টিক শিশুরা পরিবারে বোঝা হবেনা। এব্যাপারে রৌমারী উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু বলেন, বর্তমান প্রধানমন্ত্রি শেখ হাসিনা , সকল মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অধিকার বাস্তবায়নে বদ্ধ পরিকর। অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়। এদের সহায়তায় শিক্ষা, বাসস্থান, খাদ্য চিকিৎসাসহ সকল বিষয়ে সজাগ রয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রি শেখ হাসিনার সারাদেশে এক যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই কোমলমতি শিক্ষার্থিদের হাতে পৌছে দেয়ার কথা বললে , তারই ধারাবাহিকতায় সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থিদের মাঝে বই পৌছে দেওয়া হয়। অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয় , তাই তাদের মাঝেও নতুন বই ফৌছে দেওয়া হয়েছে।

এনিয়ে রৌমারী সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম বলেন, শৌলমারী ওকড়াকান্দা অটিস্টিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থিদের উপস্থিতি ও পরিস্কার পরিচ্ছন্নতার প্রসংসা করেন। পরে প্রধানমন্ত্রির ত্রাণ তহবিল থেকে পাওয়া করোনা কালীন প্রণোদনা হিসেবে হতদরিদ্র ১৭ জন শিক্ষার্থির মাঝে প্রত্যেককে ৫শত টাকা প্রদান করেন।