কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মজিব জন্মশতবর্ষ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়


মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ বার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন অভিযান ২০২১ ইং উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ১৪৮ টি গ্রামে মোট ২৯৬ টি ফলদ, বনজ ও ভেষজ চারা বিতরণ করেছে তারা।

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস কার্যালয় থেকে এসব চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদত হোসেন, আনসার ও প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক ও উপজেলা কর্মকর্তা (ভার:) নুরজাহান বেগম, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, বিভিন্ন এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

এসব চারা গ্রামের মসজিদ, মাদ্রাসা, মোক্তব ও রাস্তার পাশে রোপন করা পরামর্শ দেন।