কুড়িগ্রামের রৌমারী বঙ্গবন্ধুর ম্যুরালে সিসি ক্যামেরা স্থাপন


মাজহারুল ইসলাম রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙচুরের ঘটনার পরেই সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সিসি ক্যামেরা ও লাইট স্থাপন করা হয়েছে। আর এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু।

বঙ্গবন্ধুর ম্যুরালে সিসি ক্যামেরা ও লাইট স্থাপনের সময় যারা উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম মিনু সাধারণ সম্পাদক উপজেলা আ‘লীগ, এন.আর জাহাঙ্গীর রবু সহসভাপতি, শ্রী পরেশ চন্দ্র সাহা, সদস্য উপজেলা আ‘লীগ, সাখাওয়াত হোসেন সবুজ সভাপতি যাদুরচর ইউনিয়ন আ‘লীগ,এস এম এ মতিন সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামী যুবলীগ রৌমারী, মাইদুল ইসলাম সাবেক ছাত্রলীগ সভাপতি রৌমারী উপজেলা শাখা, ছাত্রলীগ নেতা মতিউর রহমান, সুজন আহমেদ, মাসুদ রানা, রৌমারী সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা রবিউল আলম সাবিফ, ইমরান আহমেদ প্রমুখ।

 

জানতে চাইলে রৌমারী উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মাইদুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের নিরাপত্তার সার্থে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রয়োজনে আরো সিসি ক্যামেরা স্থাপন করা হবে।