কুড়িগ্রামে জেলা হিসাব ও ফিন্যান্স অফিসারের পিআরএলজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:  কুড়িগ্রামে জেলা হিসাব ও ফিন্যান্স অফিসার মোঃ আমিনুল ইসলামের পিআরএল- এ গমন উপলক্ষ্যে অবসরজনিত বিদায় অনুষ্ঠান ১২ ডিসেম্বর শনিবার কুড়িগ্রামে জেলা হিসাব ও ফিন্যান্স কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এস এ এস সুপার সিরাজুল ইসলাম, এস এ এস সুপার ফিরোজ আহমেদ, অডিটর মোজাম্মেল হক, অডিটর আসাদুজ্জামান, অডিটর জবাসহ অন্যান্য সহকর্মীগণ। এ সময় তাকে বিভিন্ন
দপ্তর হতে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এ উপলক্ষে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম তার দপ্তরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানার উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন। তার স্থলে নতুন হিসাব ও ফিন্যান্স অফিসার হিসেবে বদলী করা হয়েছে লালমনিরহাট জেলার হিসাব ও ফিন্যান্স অফিসার রফিকুল ইসলাম খানকে।