কুড়িগ্রামে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি : রাজধানীর পল্লবীসহ সারাদেশে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে পুলিশের গুলি ও আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম মোক্তারপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয় পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন,জেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুর রহমানজিয়া পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পুতুল,জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান,যুবদল সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব,পৌর যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম শিমুল,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন বিএনপি দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ করছে এতেই সরকার দিশেহারা হয়ে পড়েছে এরপর যখন রাজধানী ঢাকাসহ সারাদেশে অলি গলিতে জনগন বের হয়ে আসবে তখন ফ্যাসিস্ট সরকার পালাবার পথ পাবেনা।