কোটি টাকা দানের পর ৩,৬০০ নৃত্যশিল্পীর পাশে অক্ষয়


বলিউডের সবচেয়ে বেশি আয় করা অভিনেতার তালিকায় শীর্ষে যাঁর নাম, তিনি সুপারস্টার অক্ষয় কুমার। আয়েও যেমন শীর্ষে, দানেও তেমন উদার এই অভিনেতা। এপ্রিলের শেষে করোনায় ভারতের অবস্থা যখন ভয়াবহ, তখন খাদ্য, ওষুধ ও অক্সিজেন কিনতে ক্রিকেটার ও সংসদ সদস্য গৌতম গম্ভীরের ফাউন্ডেশনে এক কোটি রুপি অনুদান দিয়েছেন এই সুপারস্টার।

এবার তিন হাজার ৬০০ নৃত্যশিল্পীর পাশে দাঁড়িয়েছেন অক্ষয় কুমার। তাঁদের মাসিক রেশনের ব্যবস্থা করেছেন তিনি।

 

ই-টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, বলিউডের প্রখ্যাত ড্যান্স কোরিওগ্রাফার গণেশ আচার্যের ৫০তম জন্মদিনে অক্ষয় জানতে চেয়েছিলেন, কী উপহার চান? তখন গণেশ জানান, এক হাজার ৬০০ জুনিয়র কোরিওগ্রাফার এবং দুই হাজার ব্যাকগ্রাউন্ড ড্যান্সারকে মাসিক রেশন দিয়ে সহায়তা চান। আর তাতেই রাজি হয়ে যান অক্ষয় কুমার। গণেশ আচার্য ফাউন্ডেশনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। পরে করোনামুক্ত হন। অক্ষয় ‘রাম সেতু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। গত ৩০ মার্চ থেকে মুম্বাইয়ে এই ছবির শুটিং শুরু হয়েছিল। ছবিতে অক্ষয়ের সঙ্গে আছেন লাস্যময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচা।