দারুণ সময় পার করছে ব্রাজিল। চলমান কোপা আমেরিকা কাপে টানা জয়ে নিজেদের গ্রুপে শীর্ষে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে বিশ্বকাপ বাছাইতেও ছিল জয়ের রথে। এই ধারবাহিকতার জন্য আসের ব্রাজিলকেই এগিয়ে রাখছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে নিজ দল আর্জেন্টিনাকেও শিরোপার দাবিদার মনে করেন এই পিএসজি তারকা।
একের পর এক ড্র করে জয়ের স্বাদ যেন ভুলতে বসেছিল আর্জেন্টিনা। অবশেষে আজ শনিবার কাটল সেই জয়ের খরা। কোপা আমেরিকা কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আসরের ১৪বারের চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ড্রয়ের পর জয়ের দেখা পেল আর্জেন্টিনা।
চলমান কোপা আমেরিকা কাপে এটি আর্জেন্টিনার প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের রিও ডি জেনিরোর নিল্তন সান্তোসে অনুষ্ঠিত ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলেন মেসিরা। এই জয়ের পর ম্যাচ শেষে ডি মারিয়ার মুখেও শোনা গেল স্বস্তির কথা।
ডি মারিয়া বলেন, ‘জয়ের জন্য যে ভাগ্য দরকার, সেটাই পাচ্ছিলাম না আমরা (সাম্প্রতিক সময়ে)। আজ আমরা সেটা পেয়েছি এমন এক প্রতিপক্ষের বিপক্ষে, যারা সবসময়ই কোপা আমেরিকার শিরোপার দাবিদার।’
এরপর ব্রাজিলকে ফেভারিট দল মেনে আর্জেন্টাইন তারকা বলেন, ‘ব্রাজিল অবশ্যই সেরা দল। আর্জেন্টিনাও সবসময়ই শিরোপা দাবিদার, তবে ব্রাজিল খেলছে ঘরের মাঠে এবং সবকিছু খুব ভালো করছে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমাদের স্বপ্ন এখনও বেঁচে আছে। আশা করি, আমরা স্বপ্নকে সত্যি প্রমাণ করতে পারব।’
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মুখেও শোনা গেল স্বস্তির কথা। উরুগুয়ের বিপক্ষে জয় পুরো দলকে শান্ত করবে বলে মনে করেন তিনি, ‘এ জয়টি আমাদের আরও শান্ত করবে। কারণ শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে দারুণ একটি জয় ছিল এটি। তবে আগের ম্যাচগুলোতেও আমাদের জেতা উচিত ছিল। আজকে আমাদের খেলোয়াড়রা বাড়তি চেষ্টা করেছে এবং তারা (উরুগুয়ে) কোনো গোল দিতে পারেনি।’