
ক্রিকেটারদের মানসিক শক্তি বৃদ্ধিতে মনোবিদ নিয়োগ দেয়ার কথা হচ্ছে অনেক দিন ধরেই। অবশেষে সেই কথা আমলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের জন্য মনোবিদ নিয়োগ দিয়েছে বোর্ড।
এশিয়া কাপে ডাক পাওয়া ১৭ ক্রিকেটার অনুশীলন শুরু করেছেন শনিবার (১২ আগস্ট)। প্রথম দিন থেকেই ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে দেখা গেছে জন্সিকে। হেড কোচ হাথুরুসিংহের চাওয়াতেই টাইগারদের সঙ্গে কাজ করতে ফের ডাক পড়েছে তার। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন তিনি।
এ নিয়ে তৃতীয়বারের মতো টাইগারদের সঙ্গে কাজ করতে আসলেন জন্সি। ২০১৪ সালে বাংলাদেশ দলে দিন দুয়েকের একটি সেশন পরিচালনা করেছিলেন। এরপর ২০১৫ বিশ্বকাপে জাতীয় দলের ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন ৯ দিনের মতো।
পুরদস্তুর মনোবিদ না হয়েও বিশ্বের নামী-দামি কর্পোরেট সংস্থার হয়ে কাজ করেন জন্সি। অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি।