খালেদা জিয়াকে মুক্তির করুণা ভিক্ষা বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনা : ইনু


আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে বক্তব্য দেন জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত

জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি একমুখে সরকার উৎখাতের হুমকি ধামকি দিচ্ছে, অন্যমুখে খালেদা জিয়াকে মুক্তির জন্য করুণা ভিক্ষা করছে, এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা। সরকার উৎখাতের হুমকি কার্যত সরকারের সঙ্গে তাদের নেত্রীকে মুক্ত করার দর কাষাকষি।’

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে  সাংবাদিকদের এসব কথা বলেন ইনু।

এ সময় আওয়ামী লীগের সঙ্গে জোট প্রসঙ্গে নিয়ে ইনু বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ও দেশকে রক্ষায় যে যুদ্ধ একসঙ্গে চালাতে জোট করা হয়েছিল সেটি এখনও আছে। এই যুদ্ধ শেষ হয়নি, জঙ্গিবাদরা তালেবানি রাষ্ট্র বানাতে এখনও সক্রিয় হওয়ার চেষ্টা চলাচ্ছে। মুক্তিযুদ্ধের প্রত্যাবর্তনে শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধ এখনও চলছে, তাই জোটের প্রয়োজন আছে।’

পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইনু। এ সময় জাসদ কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জাসদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।