পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় রেখা মন্ডল (৫৫) নামে এক গৃহবধু গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়ার পবিত্র মন্ডলের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে, বুধবার ভোরের কোন এক সময় সে বাড়ীর পাশে একটি জিবলী গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় ইউপি সদস্য দুর্গা দাশ জানান, সে মানসিক ভারসাম্যহীন ছিল।
উপজেলার বাইনবাড়িয়া ক্যাম্প ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মোঃ মনিরুদ্দীন জানান, ঘটনাটি জানার পর সকাল ৭টায় বাড়ীর পাশের জিবলী গাছ থেকে লাশটি নামিয়ে সুরত হাল রিপোর্ট তৈরী করা হয়।
ওসি এজাজ শফী জানান, পরিবারের কোন লোকের অভিযোগ না থাকায় লাশটি তাদের হেফাজতে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।