মোঃ রবিউল ইসলাম মিনাল: গোদাগাড়ী পৌর প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে অসহায় দরিদ্র জনগনের মাঝে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে থেকে খাদ্রসামগ্রী সহায়তা প্রদান করা হয়।
আজ (১২ আগস্ট)শনিবার গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে পদ্মাপাড়ের চর অঞ্চল আষাড়িয়াদহ ইউনিয়নে দরিদ্র জনগণের মাঝে খাদ্য সহায়তা প্রদান ও বৃক্ষ রোপণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক জনাব শামীম আহমেদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক নিজহাতে অসহায় দরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন।
পদ্মাপাড় জনপদের অসহায় জনগন জেলা প্রশাসকের নিজহাতে খাদ্রসামগ্রী উপহার পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ কামরুল ইসলাম অফিসার ইনচার্জ গোদাগাড়ী মডেল থানা, চর আষাড়িয়াদহ ইউনিয়ন চেয়ারম্যান, মাটিকাটা ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা, বিজিবি কর্মকর্তা, ইউপি সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।