গোদাগাড়ী পৌরমেয়র বাবু দাফন সম্পূর্ণ


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: গোদাগাড়ী পৌরসভা মেয়র মনিরুল ইসলাম বাবুর দাফন সম্পূন্ন হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) সকালে গোদাগাড়ীর মষাইবাড়ী মহিলা কলেজ মাঠে বাবুর জানাযার নামাষ শেষে গোদাগাড়ী গোরস্থানে দাফন সম্পূন্ন করা হয়।

 

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের অজীবন সদস্য মনিরুল ইসলাম বাবুর জানাযায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা উইনিট চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।

 

উল্লেখ, গত বুধবার ভারতের ব্যাঙ্গলুরের একটি হাসপাতালেন চিকিৎধিন অবস্থায় মনিরুল ইসলাম বাবু ইন্তেকাল করেন।