স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অপারেশন পরিচালনা করে ওয়ান শুটারগান ২টি উদ্ধার করেন এবং নয়ন আলীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার দিবগত রাতে গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। নয়ন রাজশাহী জেলার তানোর উপজেলার আলীতলা গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মরিচাডাঙ্গা খয়রাবাদ বাজারের পার্শ্বে ১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। সংবাদ পাওয়া মাত্রই উক্ত ঘটনাস্থল পাঁকা রাস্তার উপর পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে সে ব্যক্তি পালানোর চেষ্টা কালে র্যাবের টিম তাকে হাতে-নাতে আটক করে।
জিজ্ঞাসাবাদে জানায় যে, তার নিকট অবৈধ অস্ত্র আছে। এরই প্রেক্ষিতে তার দেহ তল্লাশী করে কোমরের সামনের অংশে তার পরিহিত জিন্সের প্যান্টের বেল্টের মধ্যে বিশেষ কায়দায় গোঁজানো অবস্থায় উক্ত ওয়ান শুটারগান উদ্ধার করে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।