গোল্ডেন জিপিএ-৫ পাওয়া তাসফিয়া তাবাসসুম টুসি চিকিৎসক হতে চায়!


দুর্গাপুর প্রতিনিধি: এবারের ২০২৩ সনে অনুষ্ঠিত এসএসসি- পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে তাসফিয়া তাবাসসুম টুসি।  টুসি রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহন করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
সমাজসেবা অধিদপ্তর দুর্গাপুর উপজেলায় কর্মরত আব্দুল মজিদ ও স্কুল শিক্ষিকা চম্পা বেগমের একমাত্র কন্যা তাসফিয়া তাবাসসুম টুসি। সে চিকিৎসক হতে চায়।
তাসফিয়া তাবাসসুম টুসি’র এই ফলাফলের সাফল্যের জন্য সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও ব্যাক্তিগত (প্রাইভেট) শিক্ষক সহ বিদালয়ে কর্মরত সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তার পরিবার।
আগামী দিনগুলিতে সকল পরীক্ষায় টুসি’র ভালো ফলাফল ও তার কিচ্ছু হওয়ার ইচ্ছে যাতে পূরণ হয় সেজন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন তার একমাত্র বড়ভাই প্রকৌশলী আকিব হাসান।