চর শৌমারী ডিগ্রি কলেজে নবগঠিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজ কতৃপক্ষ


রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: পিগ্রী কলেজের নবগঠিত সভাপতি হলেন উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান চেয়ারম্যান সাবেক। তাকে শুভেচ্ছা জানাতে জাতীয়তাবাদী বিএনপির অঙ্গসংগঠনের সকস্থরের নেতৃবৃন্দরা স্লোগান দিয়ে তাকে অভিনন্দন জানাস।
চর শৌলমারী বাজার থেকে সকল নেতাকর্মিরা একত্রিত হয়ে চর শৌলমারী ডিগ্রী কলেজে উপস্তিতি হয়। এসময় কলেজ কতৃপক্ষ নবগঠিত সভাপতিকে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন। পরে কলেজ কক্ষে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কলেজের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় । এসময় বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যক্ষ আব্দুস ছাত্তার, কলেজের অধ্যক্ষ ফরহাদ আলী, কলেজে প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন, রৌমারী উপজেলা যুবদলের সভাপতি মনজুরুল ইসলাম,

উপজেলা বিএনপির সাধানর সম্পাদক মোস্তফিজুর রহমান রুনজু, উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান চেয়ারম্যান ও নবগঠিত চর শৌলমারী কলেজর সভাপতি। এসময় নবগঠিত সভাপতি আজিজুর রহমান সকলের সহযোগিতা কামনা করেন। অন্যান্য বক্তারা বক্তব্যে চর শৌলমারী কলেজের সর্ববিষয় তুলে ধরেন।

চর শৌলমারী ডগ্িির কলজে ১৯৯৫ সালে কুড়গ্রিাম জলোর রৗেমারী উপজলোধীন চর শৌলমারী ইউনয়িনরে প্রাণকন্দ্েের প্রতিষ্ঠিত হয়। এলাকার র্সবসাধারনরে নরিলস পরশ্রিম, আন্তরিক সহযোগতিা, জমি প্রদান, র্আথকি সহযোগতিা ও আন্তরিক ও প্রচষ্টোয় রাজশাহী শক্ষিা র্বোডরে অধীনে ১৯৯৫-১৯৯৬ শক্ষিার্বষে উ”চ মাধ্যমকি স্থরে কলজেটি প্রতষ্ঠিত হয়েছে।