ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন মিলন (২৬) ও সুজন (২৬) নামে দুই যুবককে অস্ত্রসহ আটক করেছে।
রবিবার (০৮ জানুয়ারি) গভীর রাত ১১ টার সময় জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রী কলেজ এর উত্তর পাশে সাইকেল গ্যারেজ এর সামনে আমগাছের নীচ ফাঁকা জায়গা হতে ধৃত ব্যক্তিদ্বয়ের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।
ধৃত ব্যক্তিদ্বয় হচ্ছে রাজশাহী জেলার মহানগর এলাকার কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম-গুলজারবাগ মহল্লার রেজাউল করিমের ছেলে দেলোয়ার হোসেন মিলন (২৬) ও আদারিয়াপাড়া মহল্লার মোত্তালেবের ছেলে সুজন (২৬)।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরথর নেতৃত্বে র্যাবের একটি দল রোববার গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার
শাহাবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রী কলেজ এর উত্তর পাশে সাইকেল গ্যারেজ এর সামনে আমগাছের নীচ ফাঁকা জায়গা হতে ধৃত অভিযান চালিয়ে অস্ত্রসহ উক্ত দুই যুবককে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।