চাঁপাইনবাবগঞ্জের সংগীতশিল্পী অংকন আজ গান গেয়ে মাতাবেন এশিয়ান টিভিতে


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সামাজিক দূরত্ব বজায় রেখে টিভি চ্যানেলগুলোতে সরাসরি সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। আজ রাত ১০ টায় অনুষ্ঠিত এশিয়ান টিভি সরাসরি গানের অনুষ্ঠান এশিয়ান মিউজিক সঙ্গীত পরিবেশন করবেন চ্যানেল আই বাংলার গান খ্যাত কণ্ঠশিল্পী। 

 ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’ রিয়্যালিটির শো’র মাধ্যমে পরিচিতি পেয়েছেন শিল্পী অংকন। সঙ্গীত বিষয়ক এই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

 এরপর থেকে নিয়মিত টিভি শো ও কনসার্ট করছেন অংকন। অংকন বলেন, এখন রোজার মাস তাই ভক্তিমূলক, লালন, সাঁইজির গান পরিবেশন করবো।সঙ্গীত বিষয়ক নতুন অনুষ্ঠানে আমাকে স্মরণ করে। 

এ জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আশা রাখি সবার ভালো লাগবে। উল্লেখ্য, সাংস্কৃতিক পরিমণ্ডলে অংকনের সঙ্গীত চর্চা ছোট বেলা থেকেই। লালন সঙ্গীতেই তার পদচারণা। ফরিদা পারভীনকে ভাবেন নিজের আইডল হিসেবে। প্রথম যে গানটি কণ্ঠে তোলেন সেটি ছিলো- ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’। ফোক গানে স্বাচ্ছন্দ্যবোধ করলেও অংকন পরবর্তীতে বিভিন্ন গীতিকবির গান কণ্ঠে তুলেছেন। 

এদের মধ্যে রয়েছে- শাহ্‌ আব্দুল করিম, রাধা রমন দত্ত, দূরবীন শাহ, ভবা পাগলা। এছাড়া মাইজভাণ্ডারী গানও তার খুব পছন্দের।