
জানানো হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে সদর উপজেলার কুথানীপাড়া এলাকায় সিমেন্টের একটি ব্যাগে বেশ কয়েকটি তাজা ককটেল পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। পরে অভিযান চালিয়ে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করা হয়। এর আগে রাজশাহী থেকে র্যাবের একটি বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। তারা ককটেলগুলে নিষ্ক্রিয় করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
র্যাবের পক্ষে জানানো হয়,একটি সন্ত্রাসী গোষ্ঠী হরতাল অবরোধকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীলতা করার লক্ষে ককটেলগুলো মজুদ করেছিল। ককটেল মজুদকারিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।