আজিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় ওসমান আলী নামে এক মাদ্রসাছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুরে এ দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হাই এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ওসমান আলী পৌর এলাকার মিল্কি মহল্লার উজ্জল আলীর ছেলে। সে স্থানীয় আলোর দিশারী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল পৌনে ১০ টার দিকে মাদ্রাসার বিরতিতে ওসমান বাই-সাইকেলযোগে বাসায় ফিরছিলেন নাস্তা করার জন্য। এ সময় পেছন থেকে বালু বোঝাই একটি টাক্টর তাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওসমান। স্থানীয়রা ঘাতক ট্রাক্টর ও এর চালক রনি ইসলামকে মারধর করে আটকে রাখে। রনি ইসলাম সদর উপজেলার শ্রীরামপুরের কবির ইসলামের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওসমানের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক্টর জব্দ ও চালক রনি ইসলামকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।