চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের সাফল্য, পৃথক অভিযানে অস্ত্র গুলি ও মাদক সহ আটক-৪


ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি অভিযানে অস্ত্র-গুলি ও বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

১ম অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ব্রীজের পশ্চিম পাশে রাস্তার উপর থেকে ১ টি ওয়ান শ্যুটার গান ও ১ রাউন্ড গুলি সহ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ১ জনকে সুকৌশলে আটক করে ডিবি পুলিশের একটি দল।
আটককৃত হলো রাজশাহীর মতিহার থানার খড়খড়ি বাইপাস (ভাটাপাড়া) এলাকার বাদশা আলীর ছেলে বাবলু (২৪)।

২য় অভিযানে একইদিন বিকেল সাড়ে ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রাম থেকে ১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো পৌর এলাকার চাঁদলাই মহল্লার নুরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩৮) ও ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের মৃত জাকিরের ছেলে মোঃ আলী হোসেন (২৪)।

অপরদিকে ৩য় অভিযানে একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিশ্বরোড মোড়ের তামান্না হোটেলে ডিবির একটি চৌকস দল অভিযান চালায়। অভিযানে ৫০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ ১ জনকে হাতেনাতে আটক করে।

আটককৃত হলো রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ কামরুল হাসান রিয়ন (১৯)।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) এর বলিষ্ট নির্দেশনায় ও ওসি-ডিবি বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে এ সকল অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

সকল ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও পুলিশ সুত্রে জানা যায়।