ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরথর ৫১ তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদী তীরে সড়ক ভবনের ভেতরে ক্যাপ্টেন জাহাঙ্গীরথর শাহাদৎস্থলে নির্মিত স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম-পিপিএম (বার), বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীসহ অন্যান্যরা।
পরে শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদ প্রাঙ্গণে ক্যাপ্টেন জাহাঙ্গীর ও মহান মুক্তিযুদ্ধের ৭ নং সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকথর সমাধিস্থল ও সোনামসজিদ গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, সোনামসজিদ স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু, ইফতেখার আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ বকুল প্রমুখ।
বিকালে সোনামসজিদ এলাকায় শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের উদ্যেগে ৫৪৬ জন বীর মুক্তিযোদ্ধাকে পাঞ্জাবি ও টুপি উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার তরিকুল ইসলাম মাষ্টার, সাবেক উপজেলা কমান্ডার বজলুর রশিদ (সনু), শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ কবির (মুক্তা), সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম (টুটুল খাঁন), উপজেলা ছাত্রলীগের সভাপতি এসবি বাবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল বাকী প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আল-মামুন।
অনুষ্ঠান গুলোতে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা।
এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলণ ও আলোচনা, শহরে র্যালী ও কলেজ মোড়ে বঙ্গবন্ধুথর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।