ফয়সাল আজম অপু : শিশুদের রং-তুলির আঁচড়ে সেজেছে প্রতিটি ক্যানভাস। তারা সেসব চিত্রপটে এঁকেছে ৭ মার্চের ভাষণসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের তাৎপর্যপূর্ণ নানা অধ্যায়। সেই সুবাদে জাতির নানা অভিব্যক্তিতে মূর্ত হয়েছে জাতির পিতার প্রতিকৃতিসমূহ। এছাড়াও ক্যানভাসে মুক্তিযুদ্ধসহ বাংলার বৈচিত্র্যময় প্রকৃতিকে মেলে ধরেছে সোনামণিরা।
১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় চিত্রিত হয় এসব ছবি। ছবিগুলো এঁকেছে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অপরদিকে রচনা প্রতিযোগিতায় মনের গহীন থেকে লিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের তাৎপর্যপূর্ণ নানা অধ্যায়। এ যেনো জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর কষ্টের নতুনদের অভিব্যক্তি।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে অনুষ্ঠিত আয়োজনে প্রতিযোগিতার বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার মনোয়ারা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ইমদাদুল হক মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় গণগ্রন্থাগার সহকারী পরিচালক মো. মাসুদ রানা। বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার (খ) গ্রুপে হরিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কামরুন্নাহার আলো রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে। সে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের চৌহদ্দিটোলা মহল্লার মোঃ আব্দুল আউয়াল ও নুর মহলের কন্যা। কামরুন্নাহারের বাবা আব্দুল আউয়াল ও মা নুর মহল এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক কমিটিকে সাধুবাদ জানান। এবং কন্যার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।