চাঁপাইনবাবগঞ্জে সেক্টর কমান্ডারস ফোরামে মুক্তিযোদ্ধা ৭১’র জেল হত্যা দিবস পালিত 


ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদে জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ এর সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা, ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা’ ৭১ এর সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের আলহাজ্ব আতাউর রহমান মাষ্টার, আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও  কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা’ ৭১ এর সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, আব্দুস সামাদ বকুল, সাবেক ছাত্র নেতা দানেশ আলী সহ জেলার মুক্তিযোদ্ধা সহ তাদের সন্তানবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের এ্যাডভোকেট ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ড. তসিকুল ইসলাম।

বক্তারা বলেন, সদ্য স্বাধীন হওয়ার পর ভঙ্গুর দেশকে বঙ্গবন্ধু যখন উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ঠিক সেসময় স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।

তার রেস কাটতে না কাটতে ইতিহাসের সাক্ষি কারাবন্দি অবস্থায় জাতীয় ৪ নেতাকে রাতের অন্ধকারে কারাগারে নির্মমভাবে হত্যা করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন। সেই থেকে স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্র আজও থেমে নেই। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।