ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটী ইউনিয়নে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১২ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় ওই ছাত্র আত্মহত্যা করে। রবিবার (১৩ নভেম্বর) সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাইফুল ইসলাম রকি (১৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের ঘোড়াপাখিয়া-কুইটাপাড়া এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে ও হরিমোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী জানান, তার মা বাড়িতে ছিলোনা, তার নানীর বাড়ি বেড়াতে গিয়েছিলো। সে সুযোগে আত্মহত্যা করে রকি। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমরা বলতে পারবো না। আমরা এখানে এসে দেখেছি তার নিজ ঘরের তীরের সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
একই এলাকার মনিরুল ইসলাম জানান, দুই বছর আগে রকির পিতা গোলাম মোস্তফা আত্মহত্যা করে মারা যায়। তারপর থেকেই রকি বাবার মৃত্যু শোকে মানুষিক বিষন্নতায় ভুগতো। এমনকি প্রলাপ করে, বাবার কবরে গিয়ে গড়াগড়ি করে কান্নাকাটি করতো। তখন থেকে রকির মানুষিক সমস্যা ছিলো বলেও জানান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, ঘটনার খবর জানতে পেরে থানার একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ সয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।