চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  


ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় রহনপুর বর্ডার গার্ড ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৪ ডিসেম্বর) দুপুরে ৫৯ বিজিবি’র খেলার মাঠে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার (উপ-মহাপরিচালক) কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)র অধিনায়ক (পরিচালক) লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লা পিএসসি,

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক (পরিচালক) লেফটান্যান্ট কর্ণেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন পিএসসি, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন (ইঞ্জিনিয়ার্স), চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার এএইচ এম আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার), র্র্যাব ৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ অধিনায়ক রুহ-ফি-তহমিন তৌকির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিডি আনিছুর রহমান, সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ, সোনামসজিদ স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু, প্রবীণ সাংবাদিক সামসুল হক টুকু, সাংবাদিক কামাল হোসেন সহ ম্যাজিস্ট্রেট বৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে অতিথিরা ৫৯ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।