
দলীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনী বোর্ড থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন আওয়ামী লীগের ৯ জন।
তারা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসরাফুল হক, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরসিদ আলম বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান বাবু মন্ডল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জুমান আরা, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফসার আলী।
যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় এই নাম উল্লেখ করে বলেন, যতটুকু জেনেছি তাতে এই ৯ জনের নাম পাওয়া গেছে। তবে এর বাইরে আর কেউ জমা দিয়েছেন কি না তা এখনো জানা যায়নি।
তবে আজ শনিবার (১০ সেপ্টেম্বর) ভাগ্য নির্ধারণ হবে কে পাবে আওয়ামী লীগের চুড়ান্ত মনোনয়ন।