ফয়সাল আজম অপু : স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন সোমবার(১৪ নভেম্বর)সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদ ছাড়া সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ৫টি কেন্দ্রে ইভিএম এ ভোটগ্রহন সম্পন্ন হয়।
জেলা পরিষদের ৫ নং ওয়ার্ডের শিবগঞ্জে মোট ভোটার ছিল ২১০ জন। এ আসনে আব্দুস সালাম তালা প্রতীকে ১১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দীন হাতি প্রতীকে পেয়েছেন ৯১ ভোট।
এদিকে কেন্দ্রের সামনে অবস্থান নেয়াকে কেন্দ্র করে সদস্য প্রার্থী আব্দুস সালাম ও কামাল উদ্দিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শিবগঞ্জ ওয়ার্ডের শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুল কেন্দ্রের সামনে এ উত্তেজনা বিরাজ করে। তবে পুলিশের শক্ত অবস্থানের কারনে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহন সম্পন্ন হয়।