ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় রানিহাটী ইউনিয়নের লালাপাড়া মোড়ে ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন-কানসাট-স্যামপুর এলাকার এরফান আলী (৬০)। আহত ব্যক্তিদের নাম ঠিকানা পরিচয় এখনো পাওয়া যায়নি।
লালাপাড়া মোড়ের চা বিক্রেতা প্রত্যক্ষদর্শী নাসিরুল জানান, চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে সোনামসজিদ অভিমূখে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মাহেন্দ্রর। তাতে মাহেন্দ্রে থাকা ড্রাইভার সহ সকলেই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে রানিহাটী ইউনিয়নের লালাপাড়া মোড়ে ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে মাহেন্দ্রর ৯ যাত্রী আহত হলে হাসপাতালে নেয়ার পথে এরফান নামে ১ যাত্রী নিহত হন। অপর ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।