চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে মুহা. জিয়াউর রহমান জিয়ার গণসংযোগ


ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ উপনির্বাচনে দিনব্যাপী ভোলাহাটে গণসংযোগ ও নৌকার হয়ে ভোট চাইলেন, সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান জিয়া। তিনি গতকাল সোমবার এমপি উপনির্বাচনকে কেন্দ্র করে ভোলাহাট উপজেলার বিভিন্নস্থানে গণসংযোগ করেছেন। তিনি সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রয়াত ওয়াজেদ আলীর মাগফেরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পরে বর্তমান উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনুর সাথে দেখা করে কুশল বিনিময় করেন। নৌকার প্রার্থী জিয়াউর রহমান বিকাল ৩টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে স্থানীয় সকল বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভায় মিলিত হন।

এ সময় আলোচনা সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ’৭১র রণাঙ্গনের বীরসৈনিক ও এদেশের শ্রেষ্ট সন্তান

। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নৌকার জন্য সকল বীরমুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে আমাকে তথা নৌকা প্রতীককে বিজয়ী করতে উপস্থিত মুক্তিযোদ্ধাদের প্রতি জোড়ালো আহবান করেন।

বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুল ইসলাম মন্টু, মুক্তিযোদ্ধা আফসার হোসেন, একরাম আলী, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ্, সিনিয়র সহসভাপতি আব্দুল গাফ্ফার মুকুল, সহসভাপতি আব্দুল খালেক, সদর ইউপি চেয়ারম্যান পিয়ারজাহানসহ সকল মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।