আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে: পাবনার চাটমোহরের কন্যা রুনু বেরোনিকা কস্ত প্রথম করোনাভাইরাস টিকা নিলেন। বাংলাদেশের সাহসী কন্যা পাবনার চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়নের খরবাড়িয়া গ্রামের পবন গমেজের সহধর্মিণী ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও ডায়ালাইসিস ইউনিটের ইনচার্জ ” রুনু বেরোনিকা কস্তা।
তিনি ২৭ জানুয়ারিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাচিনা’র ভার্চুয়ালিতে যুক্ত হয়ে উদ্বোধনের পর করোনার প্রথম টিকা নিলেন।
চাটমোহরবাসী রুনু বেরোনিকা কস্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।