চাটমোহরে এলডিও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


আফতাব হোসেন, চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) ও রানা মাস্টার স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এলাকার অসহায় গরীব শীতার্থ মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

 

শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির পটরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আতাউর রহমান রানা মাস্টারের মেঝ ছেলে মোঃ নূরে আলম মেহেদী সঞ্জু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কদরুল ইসলাম মল্লিক, মেহেদী হাসান সুজন, লিটন বিশ্বাস, জাহাঙ্গীর আলম হানা, সাংবাদিক আঃ লতিফ রঞ্জু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) এর নির্বাহী পরিচালক মোঃ নূরে আলম সিদ্দিকী মঞ্জু।

উল্লেখ যে, বীর মুক্তিযোদ্ধা মরহুম আতাউর রহমান রানা মাস্টার উক্ত ভূমিহীন উন্নয়ন সংস্থার (এলডিও) প্রতিষ্ঠাতা ও মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।