চাটমোহরে ঘরের ভেতর ট্রাক ঢুকে নিহত-১


আফতাব হোসেন, চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের মধ্যে ট্রাক ঢুকে যাওয়ায় একজন নিহত হয়েছেন। সে বল্লভপুর গ্রামের কালিপদ সরকারের ছেলে লিটন হোসেন (২৫) নও মুসলিম। ২১ ডিসেম্বরে আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বাড়ির ঘরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় এক নও মুসলিম মারা গিয়েছেন।

 

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) চাটমোহর-মান্নান সড়কের হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে ঘটনাটি ঘটেছে। জানা গেছে,নিহত লিটন সড়কের (বন্যা নিয়ন্ত্রণ বাঁধ) পাশে বাড়িতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।

 

এসময় একটি আলুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লিটন হোসেনের ঘরে ঢুকে পড়ে তাকে চাপা দেয়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথেই মারা যায়। হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন সপরিবারে কিছুদিন আগে মুসলিম হয়েছেন। আলুবাহী ট্রাকটি সড়কের নিচে বাড়ির একটি ঘরের উপর পড়লে সে নিহত হয়। এসময় ঘরে আর কেউ ছিলেন না।

 

চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পাওয়ার পর সেখানে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে গিয়েছে। ঘটনার ট্রাক চালক মোঃ সাইদুল ইসলাম (৩০) কে আটক করেছে পুলিশ। সে পাবনা সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামের মৃত ইব্রাহিম হেসেনের ছেলে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।