চাটমোহরে চিকিৎসা সহায়তার চেক বিতরণ


চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। চাটমোহরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও থ্যালাসেমিয়া রোগিদের চিকিসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

গতকাল উপজেলা পরিষদে চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ আঃ হামিদ মাস্টার।

এ সময় সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ফৈলজানা ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলার ৫০জন রোগির মাঝে ২৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।