চাটমোহরে ছয় আইপিএল জুয়ারী আটক


চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ছয় আইপিএল জুয়ারী আটক করেছে থানা পুলিশ। চাটমোহর থানা পুলিশ গত রবিবার ও গতকাল সোমবার পৃথক অভিযান চালিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেট (আইপিএল) খেলায় বাজি ধরা ছয় আইপিএল জুয়ারীকে আটক করেছে।

আটককৃতরা হলো উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের নবুর শেখের ছেলে বাছির উদ্দিন (৪২) ও ফজলুল হকের ছেলে ফরিদ উদ্দিন (৩২) এবং মাজগ্রাম রায়পাড়ার সাকাওয়াত হোসেনের ছেলে রানা (২৫),কহির সরকারের ছেলে অন্তর সরকার (২৫), আক্কাস আলীর ছেলে নাসির উদ্দিন (২৪) ও তায়েজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪২)।

এসময় একটি টেলিভিশন, ৪টি মোবাইল ফোন সেট ও কিছু নগদ টাকা জব্দ করা হয়। থানার এসআই সুব্রত ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে এদেরকে আটক করেন।

চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, আইপিএল খেলা চলাকালে বিভিন্ন স্থানে জুয়া চলছে। গোপন সংবাদের ভিত্তিতে ৬জনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।