চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহরে বৃহস্পতিবার (১৭ আগস্ট) তিন জ্বালানি তেল ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জ্বালানি তেল ব্যবসায়ীরা হচেছন- নতুন বাজারের মকবুল মেশিনারিজের মালিক রিপন হোসেন, তমা টেডার্সের মালিক জাহিদুল ইসলাম ও হরিপুর ইউনিয়নের মা বাবার দোয়া এন্টারপ্রাইজের মালিক ইবাদুল ইসলাম।
এদের মধ্যে রিপন ও জাহিদুলকে আলাদাভাবে ১০ হাজার ও ইবাদুলকে ২ হাজার টাকার জরিমানা করা হয়।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ৩২( ১) ৪৮ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় এ জরিমানা করা হয়েছে তাদের।
জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটমোহর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন। তার আগে তিনি পুলিশ নিয়ে এসব ব্যবসা প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান চালান। অভিযানকালে বিএসটিআই রাজশাহী অঞ্চলের পরিদর্শক উৎপল কুমার তার সঙ্গে ছিলেন।